Rabindra Jayanti 2025 | Central Model School Amtala

0 Comments

Central Model School Amtala has celebrated rabindra jayanti with a great zeal and enthusiasm.From his poetic verses to his profound philosophical insights, Tagore’s legacy is woven into the fabric of Indian culture and beyond.

Rabindra Jayanti is a vibrant cultural festival that celebrates the enduring legacy of a visionary who continuous to inspire and enrich our lives with his profound artistic and philosophical contributions. It is a day to immerse ourselves in his creations, reflect on his ideals, and carry forward his message of human unity and artistic expression.

রবীন্দ্র জয়ন্তী মানেই বাঙালি মনে শারদীয়ার খুঁটি পুজোর মতো আনন্দের ধারা। রবীন্দ্র জয়ন্তী দিবস পালনের মূল উদ্দেশ্য বাঙালির মনে প্রাণে তাঁকে আরও বেশি করে জাগিয়ে তোলা। রবীন্দ্রনাথ নামটা আমাদের শিশুকাল থেকে শুনলেও যত বড় হতে থাকি, ততই আমাদের কাছে রবীন্দ্রনাথ আষ্টেপৃষ্ঠে থাকে। তাঁর রচিত ❝ জীবনস্মৃতি❞, ❝ ডাকঘর❞, ❝ পোস্টমাস্টার ❞, ❝ স্ত্রীর পত্র ❞, ❝ গোরা❞ প্রভৃতি রচনায় আমরা পেয়েছি অমূল্য সম্পদের মতো বিষয়।

রবীন্দ্রনাথ আমাদের সম্প্রীতি বজায় রাখতে শিখিয়েছিলেন। তাঁর লেখাতে জাতীয়তাবাদ স্পষ্ট ছিলো। ❝ দুই বিঘা❞ কবিতার মধ্যে দিয়ে দরিদ্র চাষিদের কথাও বলেছেন। রবীন্দ্রনাথ মানে গোটা একটা সত্তা।

আজ ১৬৫ তম রবীন্দ্রনাথের জন্ম জয়ন্তী দিবসে সকলকেই হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন।

রবীন্দ্রনাথ সাথে থাক,থাক তাঁর গীতবিতানের সুর ও গানের সম্ভার। দিনের শুরু ও শেষ সেই সূর্য রশ্মির মতোই রবির কলমে জেগে থাকুক

Categories: